মাঝিহট্টে জমিজমা নিয়ে বিরোধ নিহত-১, আহত-৪
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউপির খেউনি বিন্যাচাপর গ্রামে জমিজমা নিয়ে বিরোধ মারপিটে নিহত-১, আহত-৪। জানা যায়, মাঝিহট্ট ইউপির খেউনি বিন্যাচাপর গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গত রবিবার দুপুরে একই গ্রামের এমদাদ ও বাদশা দু’পক্ষের লোক জনের মধ্যে সংঘর্ষ বাধে। উক্ত সংঘর্ষে খেউনি বিন্যাচাপর গ্রামের ৫জন আহত হয়। আহতরা হলেন আজগর আলীর পুত্র বুলু মিয়া (৫৫), মিনজহ্জা, দুদু মিয়া, বাদশা ও সাইদুল রহমান গুরুত্বর আহত হয়। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকালে বুলু মিয়া নিহত হয়। এ ব্যাপারে মাঝিহট্ট ইউপি চেয়ারম্যান এসকেন্দার আলী সাহানা নিকট জানতে চাইলে তিনি জানান, জমিজমা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল সেই ঘটনায় মারপিটে একজন নিহত হয়েছে। শিবগঞ্জ থানার এসআই নাসির উদ্দিন জানান, বুলু মিয়া নামের একজন নিহত হয়েছেন ও ৪জন আহত হয়েছে। তিনি আরোও জানান মামলার প্রস্ততি চলছে এবং ওই গ্রামে শান্তি-শৃঙ্খলা জন্য পুলিশ অবস্থান করছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
