বগুড়ায় পণ্যের দাম কমানোর দাবীতে গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাও, টিসিবির গাড়ি- দোকানের সংখ্যা বৃদ্ধি করো, স্থায়ী রেশনিং ব্যবস্থা ও ন্যায্য মূল্যের দোকান চালু করাসহ বিভিন্ন দাবীতে গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা।
রবিবার সকাল ১১ টায় বগুড়া জেলা শহরের সাতমাথায় জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড জিন্নাতুল ইসলাম জিন্নার সভাপতিত্বে গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোঃ আমিনুল ফরিদ, কমরেড এ্যাড: দুলাল কুন্ডু, হরি সংকর সাহা, হাসান আলী শেখ, সাজেদুর রহমান ঝিলাম, ডাঃ বিভুতী ভুষণ শীল, মতিয়ার রহমান, শাহনিয়াজ কবির খান পাপ্পু, শাজাহান আলী সাজা, সুলতান আহমেদ রবিন, সোহাগ মোল্লা প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির আহ্বানে ১৫-১৭ এপ্রিল দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হচ্ছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বেড়ে গেছে সিন্ডিকেট ব্যবসায়িদের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই কতিপয় মজুদদার, মুনাফাখোর, ব্যবসায়ি একজোট হয়ে, ইচ্ছা মাফিক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দিয়ে শতশত কোটি টাকা লুটপাট করে নিয়েছে। অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে, সিন্ডিকেট ব্যাবসায়িদের গ্রেফতার করতে হবে, টিসিবির গাড়ি ও দোকানের সংখ্যা বৃদ্ধি করা, স্থায়ী রেশনিং ব্যাবস্থা ও ন্যায্য মূল্যের দোকান চালু করা, ঈদের আগে শ্রমিকদের বকেয়া, বেতন, এবং বোনাস পরিশোধ করা, গণতন্ত্র ভোটাধিকার আদায় করার লড়াইকে জোরদার করার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
