প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২২ ২৩:৫৩

বগুড়ার ২৯ জন ভিক্ষুককে মালামালসহ দোকানঘর হস্তান্তর

ষ্টাফ রিপোর্টার
বগুড়ার ২৯ জন ভিক্ষুককে 
মালামালসহ দোকানঘর হস্তান্তর

বগুড়া জেলার ২৯ জন ভিক্ষুককে মালামালসহ দোকানঘর হস্তান্তর করেছে জেলা সমাজ সেবা অধিদপ্তর। জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে ১৭ এপ্রিল রোববার বেলা ১২ টায় ২৯ জন ভিক্ষুকের কাছে দোকানঘর ও দোকানের মালামাল হস্তান্তর করেন বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক। দোকান ঘর ও মালামাল পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে ভিক্ষুকরা।

২৯ জন ভিক্ষুককে জন প্রতি ৫০ হাজার টাকা ব্যয়ে প্রত্যেককে একটি দোকানঘর তৈরীসহ মালামাল প্রদানের উদ্বোধনী দিনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, জেলা সমাজ সেবা অফিসার আবু সঈদ মো: কাওছার রহমান, সমাজ সেবা সহকারি পরিচালক আতাউর রহমান, শহর সমাজসেবা অফিসার নূরুল ইসলামসহ ১২ উপজেলার সমাজসেবা অফিসারবৃন্দ। এই কর্মসূচির বাস্তাবায়ন করেন বগুড়া শহর সমাজ সেবা অফিস।
“ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠির পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান‘ শীর্ষক কর্মসূচির আওতায় কর্মসংস্থান সহায়ক বিপনীবিতান পেয়ে বগুড়া সদর উপজেলার মোখলেছার রহমান, বগুড়ার কর্ণপুর দক্ষিণ পাড়ার খুকি বিবি, গাবতলী উপজেলার দূর্গাহাটার পল্টু মিয়ার মত ২৯ ভিক্ষুক আবেগে আপ্লুত হয়ে পড়েন। ভিক্ষার জীবন তাদের কাছে অপমানের। ভিক্ষা চাইতে গেলেই প্রতিনিয়ত অপমানিত হতে হয়। এখন তারা দোকান পেয়ে সমাজে অন্যদের মত স্বাভাবিক জীবন যাপন করতে চায় বলে তারা জানান। 
দোকান ঘর প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সরকার চায় ভিক্ষার হাত হোক কর্মের হাতিয়ার। সমাজে তারা যেন অবহেলিত না থাকেন। জেলা সমাজ সেবা অফিসার বলেন, নতুন করে আবার বরাদ্দ এলে আবার ভিক্ষুকদের তালিকা তৈরী করে দোকানঘরে মালামাল সাজিয়ে বরাদ্ধ দেয়া হবে। যাদের দোকান দেয়া হলো তাদের কার্যক্রম মনিটরিং করা হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন  

উপরে