প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২২ ২১:৪৬

নন্দীগ্রামে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে দুই ভিক্ষুক পেল দোকান

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
নন্দীগ্রামে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে দুই ভিক্ষুক পেল দোকান

বগুড়ার নন্দীগ্রামে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ২জন ভিক্ষুককে দোকান প্রদান করা হয়েছে। প্রাপ্ত তথ্য জানা গেছে, গত সোমবার বেলা ১১টায়  ভিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায়  কর্মসংস্থান সহায়ক বিপনি বিতান এবং সমাজসেবা অধিদপ্তরের আর্থিক সহযোগীতায় নন্দীগ্রাম পৌরসভার  নামুইট গ্রামের প্রতিবন্ধী ভিক্ষুক মোঃ আনিছুর রহমান ও উপজেলার ছোট ডেরাহার গ্রামের ভিক্ষুক নুরুল ইসলামকে পৃথক পৃথক ভাবে  ৫০ হাজার টাকা মূল্যের  মালামালসহ  ২টি দোকান ঘর প্রদান করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত, উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আক্তার বানু, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, কৃষি কর্মকর্তা আদনান বাবু, ২নং সদর ইউপিঃ চেয়ারম্যান রেজাউল করিম কামাল, সমাজসেবা অফিস সহকারী  চন্দন ঘোষ প্রমুখ। পরে ২জন ভিক্ষুকের হাতে চাবি হস্তান্তর করা হয়।্ ভিক্ষাবৃত্তি ছেড়ে ব্যবসা বানিজ্য করে পরিবার পরিজন নিয়ে  জিবন জাপন করবে বলে আশা করেন তারা।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন  

 

উপরে