প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২২ ২৩:১৩

শাজাহানপুরে ম্যানেজিং কমিটির বিরোধে ছুরিকাহত মন্তেজার মারা গেছেন

শাজাহানপুর বগুড়া প্রতিনিধি
শাজাহানপুরে ম্যানেজিং কমিটির বিরোধে
ছুরিকাহত মন্তেজার মারা গেছেন

বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপীনগর ইউনিয়নের শাহ্নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির বিরোধে ছুরিকাহত মন্তেজার রহমান মন্তা (৪৭) মারা গেছেন।গতকাল বুধবার বেলা ৩টায় শাহ্ নগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। স্থানীয় এলাকাবাসি এবং জানাজা নামাজে সমবেত মুসল্লীরা মন্তা’র হত্যকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। 
উল্লেখ্য, গত ৪ এপ্রিল দিনদুপুরে উপজেলা পরিষদের সামনে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন চোপীনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মন্তেজার ওরফে মন্তা। ছুরিকাহত হওয়ার পর থেকে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাত ৮টার দিকে তার মৃত্যু ঘটে। অপরদিকে ছুরিকাঘাতকারি শাহ্নগর গ্রামের মানিকুর রহমান মানিক (৪৮) এবং তার ছেলে জীবন (২২) কে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মন্তার মৃত্যু সংবাদ পাওয়ায় পর পরই শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন শাহ্নগর গ্রামে মন্তার বাড়িতে ছুটে যান। তিনি সকলকে শান্ত থাকতে বলেন এবং মন্তার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলে আশ্বস্ত করেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন  

 

উপরে