প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২২ ২৩:২৪

দুপচাঁচিয়া থানা পুলিশের উদ্যেগে যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা বুথ স্থাপন

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া থানা পুলিশের উদ্যেগে যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা বুথ স্থাপন

পবিত্র ঈদুলফিতরকে সামনে রেখে দুপচাঁচিয়া থানা পুলিশের উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজট নিরসনে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সম্প্রতি উপজেলা সদরে ব্যস্ততম সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা বুথ স্থাপন করেছেন থানা পুলিশ। এ স্ট্যান্ডে বগুড়া-নওগাঁ সড়ক ও আক্কেলপুর-তালোড়া সড়কের সংযোগস্থল হওয়ায় সার্বক্ষনিক যানজট লেগেই থাকে। এছাড়াও যাত্রীবাহী বাস নির্দিষ্টস্থানে না দাঁড়ানোর কারণেও যানজটের সৃষ্টি হয়। কিন্তু ট্রাফিক ব্যবস্থাপনা বুথ স্থাপন করে মাইকে সার্বক্ষনিক যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলাচলের জন্য বলায় সিও অফিস বাসস্ট্যান্ড এলাকা এখন যানজটমুক্ত। এতে করে চারদিক থেকে আসা যানবাহন সহজেই স্ট্যান্ড অতিক্রম করে তাদের গন্তব্যস্থলে স্বাচ্ছন্দ্যে যেতে পারছেন। এ ট্রাফিক ব্যবস্থাপনা বুথ স্থাপনের ফলে অঝথা কোনো যানবাহন স্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকছে না। ফলে যানবাহন চালক ও পথচারীরা থানা পুলিশের এ উদ্যেগকে স্বাগত জানিয়েছেন। থানা পুলিশের পাশাপাশি দুপচাঁচিয়া পৌরসভার পক্ষ থেকেও কয়েকজন স্বেচ্ছাসেবক এ ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রমে রাখা হয়েছে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড একটি ব্যস্ততম এলাকা। তাছাড়া সামনে ঈদুল ফিতর, এ কারণে এখানে প্রচুর মানুষের সমাগম ঘটে। তাই মানুষ যেন নির্বিঘ্নে গন্তব্যস্থলে পৌঁছিতে পারে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতেই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন  

 

উপরে