প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২২ ২৩:৪২

বগুড়ায় আড়াই হাজার পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় আড়াই হাজার পিস
ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

বগুড়ায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে বৃহস্পতিবার দুপুরে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে আড়াই হাজার পিস ইয়াবাসহ আজাদুল ইসলাম (৩৩) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া আজাদুল নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার মঙ্গোলিয়া গ্রামের মাজেদ আলীর ছেলে।
বৃহস্পতিবার  জেলা গোয়েন্দা শাখা থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার আজাদুল একজন পেশাদার মাদক বিক্রেতা। ২ হাজার ৫’শ পিস ইয়াবা তিনি বিক্রি করার জন্য বগুড়া এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আলতাফুন্নেছা খেলার মাঠে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 
বগুড়া জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ইন্সপেক্টর সাইহান ওলিউল্লাহ বলেন, গ্রেফতার আজাদুলের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। একই দিন বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন  

উপরে