প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২২ ০০:০৯
জয়পুরহাটে বিএনপির নেতাকর্মীর পরিবারে ঈদ উপহার বিতরণ
জয়পুরহাট ব্যুরো:
জয়পুরহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকায় বিগত আন্দোলন সংগ্রামে গুম, খুন ও গুলিবিদ্ধ হওয়া নির্যাতিত শহীদ পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ শুভেচ্ছা উপহার তুলে দেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক।
ঈদ উপহার বিতরণকালে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, আব্দুল ওয়াহাব,জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ফজলুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রাইহান উজ্বল, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান উপস্থিত ছিলেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
