শেরপুরে ১৪৫টি পরিবার পেলো প্রধানমন্ত্রীর ঘর
সারাদেশের মতো বগুড়ার শেরপুরে আশ্রয়ণ প্রকল্প-২ এর ৩য় পর্যায়ের ঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৬এপ্রিল) সকাল ১১টায় এই উদ্বোধন করা হয়। এরপর স্থানীয় সুবিধা ভোগীদের জমির মালিকানা হস্তান্তর করা হয়। উপজেলা পরিষদের হলরুমে নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে শেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শাহজামাল সিরাজী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নাছরিন আকতার পৌর মেয়র জানে আলম খোকা, উপজেলা সহকারি কর্মকর্তা (ভূমি), শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবগণ, উপজেলার বিভিন্ন পদস্থ কর্মকর্তাগণ এবং গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, শামসুন্নাহার শিউলী জানান, ‘মুজিব বর্ষ উপলক্ষে ২০২১-২০২২ অর্থবছরে সবার জন্য বাসস্থান নির্মাণ “ক” শ্রেণির, ভুমিহীন ও গৃহহীন পরিবোরের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ৩য় পর্যায়ে বগুড়ার শেরপুর উপজেলার সর্বমোট ১৪৫টি পাকা বাড়ি প্রদান করা হবে। এরমধ্যে আজ ১০০টি ঘরের উদ্বোধন করা হয়। বাকি ৪৫টি বাড়ির নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে।‘
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম বলেন, “ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ খাস জমির উপরে সকল সুবিধা সম্বলিত দুই-কক্ষ বিশিষ্ট সেমিপাকা গৃহ- মালিকানা প্রদানের মাধ্যমে অসহায়, ছিন্নমূল, গৃহহীন মানুষের উন্নত জীবন নিশ্চিত করা হচ্ছে। প্রতিটি ঘর নির্মাণের জন্য সরকারীভাবে অতিরিক্ত পরিবহন ব্যায় সহ বরাদ্দ নির্ধারণ করা হয়েছে ০২ লক্ষ ৬৪ হাজার ৫০০ টাকা।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
