শেরপুরে গাঁজার গাছসহ গাঁজা চাষী আটক
বগুড়ার শেরপুরে গাজার চাষ করার অপরাধে জামাল উদ্দিন (৪২) কে আটক করেছে শেরপুর থানা পুলিশ। উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনী গ্রাম থেকে আটক করা হয় তাকে।
গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা পুলিশের একটি টিম মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
অভিযানে শেরপুর থানার এস.আই শাহাদত হোসেন, এস.আই হারুনুর রশিদ, সেলিম রেজাসহ সঙ্গীয় সদস্যরা অংশগ্রহণ করেন। কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনী গ্রমে জামাল উদ্দিন প্রাং তার বসত বাড়ীর পূর্ব পাশ্বে নার্সারীর মধ্যে গাঁজার চাষ করছিলেন। ওই নার্সারীর ভিতরে ছোট-বড় ২০ টি গাঁজার গাছ উদ্ধার সহ জামাল উদ্দিন কে গ্রেফতার করা হয়। আটক জামাল উদ্দিন বাগড়া গ্রামের বিলাত আলীর এর ছেলে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শেরপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
