প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২২ ২২:২৩

দুপচাঁচিয়ায় জুয়া খেলার অভিযোগে ৮জন সহ গ্রেপ্তার ৯

অনলাইন ডেস্ক
দুপচাঁচিয়ায় জুয়া খেলার অভিযোগে ৮জন সহ গ্রেপ্তার ৯

বগুড়ার দুপচাঁচিয়ায় জুয়া খেলার অভিযোগে ৮জুয়াড়ুকে গ্রেপ্তার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ। গত বুধবার রাতে চামরুল ইউনিয়নের বেড়ুঞ্জ গ্রাম থেকে জুয়া খেলার সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বেড়ুঞ্জ গ্রামের আব্দুর রহিম(৩৮), ইছাহাক আকন্দ বাঘা(৩৫), আব্দুল হাকিম সাজু ফকির(২৯), মাহবুর আকন্দ(৩৫), লোকমান আলী(৩৪), মজের ফকির(৩৮), মানিক আকন্দ(৩১) ও হেরুঞ্জ গ্রামের আনোয়ার হোসেন(৩৫)। একই রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তারী পরোয়ানামূলে জিয়ানগর ইউনিয়নের সোনার পাড়ার সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে। 
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, গ্রেপ্তারকৃত জুয়াড়ুরীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন  

 

উপরে