প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২২ ২১:৪১

মাঝিহট্টের খেউনি গ্রামে মার্ডারের পরবতী তান্ডবে ১৭টি বসতবাড়ী ভাংচুর ও লুটপাট!

নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ
মাঝিহট্টের খেউনি গ্রামে মার্ডারের পরবতী
তান্ডবে ১৭টি বসতবাড়ী ভাংচুর ও লুটপাট!

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউপির খেউনি বিন্যাচাপড় গ্রামে মার্ডারের পরবতী তান্ডবে ১৭টি বসতবাড়ী ভাংচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, সম্প্রতি মাঝিহট্ট ইউপির খেউনি বিন্যাচাপড় গ্রামে হাফ শতক জায়গার দখল নিয়ে হামলায় বুলু নামের একজন নিহত হয়।
উক্ত ঘটনার জের ধরে ওই গ্রামে যথাক্রমে: সুলতান, আলতাফ হোসেন, গোলাপ উদ্দিন, আবু কাশেম, ফারুক হোসেন, রন্জু ইসলাম, মুক্তার হোসেন, নুর ইসলাম, বাবলু ও ইন্দাজুল এমদাদ আলীসহ ১৭টি বসতবাড়ী ভাংচুর ও লুটপাট করা হয়েছে। ভাংচুর করা ওইসব বাড়ীতে থাকা ফ্রিজ, টিভি, গরু, ছাগল, ধান, চাল সহ বিদ্যুৎ মিটার, সাবমাসিবল পাম্প ও বাড়ীর মূল্যমান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। এসব তান্ডব দেখে ভয়ে বেশকিছু বাড়ীর নারী-পুরুষ বাড়ীঘর ছেড়ে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে আছেন। এই সুযোগে এক শ্রেণির সুযোগ সন্ধানী দুস্কৃতিকারীরা ওইসব বাড়ীতে চুরি করছে। এ ঘটনায় গত শুক্রবার মাঝিহট্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসকেন্দার আলী সাহানাসহ সকল ইউপি সদস্য গণেরা 
 খেউনি গ্রামে লুটপাট ও ভারচুর করা বাড়ীঘর সরেজমিনে তদন্ত করেন ও ওই গ্রামে শান্তিশৃঙ্খলা ফিরে আনার জন্য উঠান বৈঠক করেন। সবমিলিয়ে খেউনি বিন্যাচাপর গ্রামে শান্তিপূর্ণভাবে যেন মানুষ বসবাস করতে পারে এ দাবীতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন  

 

উপরে