প্রকাশিত : ৬ মে, ২০২২ ০০:১১

নানা আয়োজনে দর্শক মাতিয়ে শেষ হলো বগুড়াবাসির প্রাণের ঈদ মিলনমেলা

ষ্টাফ রিপোর্টার
নানা আয়োজনে দর্শক মাতিয়ে শেষ হলো
বগুড়াবাসির প্রাণের ঈদ মিলনমেলা

নানা আয়োজনে দর্শক মাতিয়ে শেষ হলো বগুড়াবাসির প্রাণের ঈদ মিলনমেলা। ঈদ মিলনমেলার সামগ্রীক আয়োজন ছিল জমকালো। বুধবার ৪ মে অপার আনন্দ উৎসব আর সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু-নবীণ-প্রবীন শিল্পীদের সাথে অংশ গ্রহণ করেন এ শহরের সাংস্কৃতিক প্রেমী মানুষও।

উৎসবের উদ্ধোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক করতোয়া সম্পাদক ও ঈদ মিলনমেলা উদযাপন কমিটির আহবায়ক মোজাম্মেল হক। 
হামরাও পারি শীর্ষক শিরোনামের অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন বাংলাদেশ ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র (বিট) অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত, গান পরিবেশন করেন সম্মিলিত সাংষ্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, ডুয়েট গানে অংশ গ্রহণ করেন দৈনিক করতোয়া বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর ও জিনাত টিউন, ডা: সামির হোসেন মিশু, এককে দৈনিক করতোয়ার সিনিয়র স্টাফ রিপোর্টার মাসুদুর রহমান রানা, বগুড়া নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, সম্মিলিত সাংষ্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী। কৌতুক পরিবেশন করেন সম্মিলিত সাংষ্কৃতিক জোটের সংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান মানিক। সঙ্গিত পরিবেশন করেন আব্দুল আলীম, অর্পিতা, সঞ্চয়, মূহুর্ত, স্বর্গ, প্রনব, মাহফুজার রহমান, ইবনে রাজন। নৃত্য পরিবেশন করেন অমৃতা ও সমৃতা। সঙ্গিত নির্দেশনায় ছিলেন আসাদ হোসেন, ও পরিচালনায় ছিলেন আব্দুল আউয়াল। অনুষ্ঠান সঞ্চলনা করেন এইচ আলিম ও অলক পাল। 
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ঈদ মিলনমেলা উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক রেজাউল বারী ঈশা, তৌফিক হাসান ময়না, লায়ন আতিকুর রহমান মিঠু, সদস্য এ্যাডনিস তালুকদার বাবু, মির্জা আহছানুল হক দুলাল, এবিএম জিয়াউল হক বাবলা, খন্দকার এনামুল হক, জিএম সাকলায়েন বিটুল, আবু শাহেদ, রবিউল আলম অশ্রু প্রমুখ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন 

উপরে