প্রকাশিত : ৮ মে, ২০২২ ২৩:০২

শাজাহানপুরে বিশ্ব মা দিবস পালিত

শাজাহানপুর বগুড়া প্রতিনিধি
শাজাহানপুরে বিশ্ব মা দিবস পালিত

“শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে বিশ্ব মা দিবস পালিত হয়েছে।

রবিবার (৮ মে) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সেমিনার রুমে দিবসটি উদযাপন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
উপজেলা সহকারী কমিশনার ভূমি আশিক খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা কাজী ফাতেমা তুস যোহরা,উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা শাহজাহান রেজা,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুম কবির,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ছানোয়ার হোসেন,উপজেলা  সমাজসেবা কর্মকর্তা শরিফ উদ্দিন,উপজেলা সহকারী প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান  প্রমুখ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন 

উপরে