প্রকাশিত : ৮ মে, ২০২২ ২৩:২৩

রবি ঠাকুরের জন্মদিনকে ঘিরে মেতে উঠলো বগুড়া বৈশাখীমেলা

ষ্টাফ রিপোর্টার
রবি ঠাকুরের জন্মদিনকে ঘিরে 
মেতে উঠলো বগুড়া বৈশাখীমেলা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া থিয়েটারের ৪১ তম বৈশাখী মেলায় রবি ঠাকুরের সঙ্গিতে, কবিতা, নাটকে ও আলোচনা সভায় মেতে উঠলো। রোববার বৈশাখীমেলার ৫ম দিনেও ছিল সব বয়সি ক্রেতাদের পদচারনায় মুখরিত। মেলা প্রাঙ্গন ক্রেতা ও বিক্রেতা, দর্শক শ্রতায় ছিল উপসে পড়া ভিড়। 

আমারো পরানো যাহা চায়, তুমি রবে নীরবে, মায়াবন বিহারিণী, প্রাণ ভরিয়ে দিশা হরিয়ে, সখী ভাবনা খাহারে বলে, তোমার খোলা হাওয়া, পাগলা হাওয়ার পাগল দিনে, মোর ভাবনারে কি হাওয়াই মাতালো, এমন নানা রবীন্দ্রসঙ্গিতে দর্শকদের মন ছুঁয়ে যায়। সঙ্গিতগুলো পরিবেশন করেন শেরপুর উপজেলার সংস্কৃতিক সংগঠন সুরসারগাম, বাংলাদেশ টেলিভিশনের কণ্ঠশিল্পী ও গীতিচর্চা সঙ্গিতালয়ের সভাপতি তাপসী দে। পরিবেশিত রবীন্দ্রসঙ্গিতে শ্রতা-দর্শকবৃন্দ বিমোহিত হয়ে উঠেন। সঙ্গিতের পাশাপাশি নৃত্য পরিবেশন করেন অমৃতা ও সম্প্রীতা। কবিতা আবৃত্তি করেন অলক পাল ও শ্রাবণী সুলতানা।
রোববার আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া থিয়েটারের সভাপতি বজলুর রশীদ রাজা। বক্তব্য রাখেন ও বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য জীবনী নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আহমেদুল কবির, ঢাকা বিশ^বিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ডেমোনেস্ট্রটর সিনিয়র শিক্ষক আহসান খান। স্বাগত বক্তব্য রাখেন তৌফিক হাসান ময়না। এছাড়া বগুড়া থিয়েটারের দ্বীন মোহাম্মদ দ্বীনু, ফারুক হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ থিয়েটারের আহবায়ক রবিউল করিম হৃদয়। মেলামঞ্চে ফাল্গুণী থিয়েটারের পরিবেশনায় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক শাস্তি মঞ্চায়ন হয়।  
সোমবার বিকালে মেলা মঞ্চে বানর খেলা, সাপ খেলা অনুষ্ঠিত হবে। এছাড়া পরের দিন মঙ্গলবার মোরগ লড়াই, বুধবার লাঠিখেলা অনুষ্ঠিত হবে। 
এদিকে বগুড়া থিয়েটারের বৈশাখীমেলায় নিয়মিতভাবে রয়েছে চড়কি, মাটির হাড়ি পাতিল ও তৈজস পত্র, বাঙালি খাবার। মেলায় প্রতিদিন দল বেঁধে আসছেন দর্শক ও ক্রেতারা। নানা বয়সীর ক্রেতায় ভরে উঠেছে মেলা প্রাঙ্গন।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন 

উপরে