প্রকাশিত : ১০ মে, ২০২২ ০০:১৭

পোষ্ট পেইড মিটার লাগানোর দাবীতে মহাস্থানে মানব বন্ধন

মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ
পোষ্ট পেইড মিটার লাগানোর
দাবীতে মহাস্থানে মানব বন্ধন

সোমবার সাকল ১১ টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বন্দরের সকল ব্যবসায়ী ও এলাকার সচেতন নাগরিকের ব্যানারে আয়োজীত বিদ্যুতের পূর্বের ডিজিটাল মিটার পুনঃ স্থাপন ও বর্তমান বিদ্যুতের প্রি-প্রেইড মিটার বাতিলের দাবীতে কয়েক শত নারী পুরুষের উপস্থিতিতে মানব বন্ধন করা হয়।
মানব বন্ধনে প্রি- প্রেইড মিটারের গ্রাহকেরা দাবী করেন, এ মিটারে টাকা রিচার্জ করার কযেক দিন বা কয়েক ঘন্টার মধ্যে টাকা শেষ হয়ে যায়। পূর্বের ডিজিটাল মিটারের চাইতে এ মিটারে মাসে ৪/৫ গুন টাকা কেটে নেওয়া হচ্ছে। পূর্বে যাদের প্রতিমাসে ৪/৫ শত টাকা বিদ্যুৎ বিল দিত হতো , এখন এ মিটার স্থাপন করার পর ১/২ হাজার টাকা রিচার্জ করতে হচ্ছে। এলাকার কিছু গরীব নারী পুরুষেরা জানান, আমরা গরীব মানুষ, আগে আমাদেরকে বিল দিতে হতো ২/৩ শত টাকা, এখন বিল দিতে হচ্ছে ৫/৬ শত টাকা। প্রধান মন্ত্রীর প্রতিশ্রুতি ছিল ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া, তা সফল হযেছে। কিন্তু বর্তমানে এ মিটার স্থাপনের কারণে আমাদের চরম দূর্ভোগ সহ আর্থিক ক্ষতি হচ্ছে ।  আমরা এ মিটারের বিদ্যুৎ সংযোগ কেটে দিযে বাব দাদার আমলের চেরাগে বা হ্যারিকেনে কেরোসিনের তেল দিযে রাত্রি যাপন করব, তাও আমরা এ মিটার চাইনা। আমাদের ঘরে ঘরে বিদ্যুতের দরকার নেই। তাই বিষযটি জাতীর জনকের কন্যা, গরীবের দরদী প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন পূর্বের ডিজিটাল মিটার স্থাপন করে বর্তমান প্রি- প্রেইড মিটার বাতিল করে গরীব দুখী সহ সাধারণ ব্যবসাযীদের আর্থিক ক্ষতির হাত থেকে  রক্ষা করতে। মানব বন্ধনে আসা সকলের দাবী দ্রুত প্রি-প্রেইড মিটার বাতিল  না করলে আগামীতে আরও কঠোর কর্ম সূচী দেওয়া সহ রাস্তা ঘাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাস্তায় নেমে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। মানব বন্ধনে উপস্থিত ছিলেন প্রি- প্রেইড মিটার ব্যবহারকারী ভুক্ত ভোগী রাযনগর ইউয়নের ৯ নং ওয়ার্ড সদস্য বেলাল মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়া, পানি ইন্না, দুলাল হোসেন, আলাল হোসেন, আব্দুল হামিদ, পলাশ মাহমুদ,  আতা, আবু জোবায়েদ,নুরনবী রহমান, বাচ্চু মিয়া,  ফারুক, আরিফ, আঃ রউফ, খোকন, শহিদুল, আরমান,, বিপুল সাইফুল, আতাউর সহ মহাস্থান বন্দর ও এলাকার সচেতন ব্যবসায়ী বৃন্দ, মানব বন্ধন শেষে মহাস্থান বিদ্যুৎ অফিসে একটি স্মারক লিপি প্রদান করা হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন 

উপরে