প্রকাশিত : ১০ মে, ২০২২ ০০:২৩

রবি ঠাকুরের জন্মবার্ষিকীতে বগুড়ায় 'কবি প্রণাম' শীর্ষক নানা আয়োজন

ষ্টাফ রিপোর্টার
রবি ঠাকুরের জন্মবার্ষিকীতে বগুড়ায়
'কবি প্রণাম' শীর্ষক নানা আয়োজন

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ বগুড়া জেলা শাখার আয়োজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকীতে 'কবি প্রণাম' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজনটি অনুষ্ঠিত হয়। এ সময় কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে রবীন্দ্র সংগীতেরও আয়োজন করা হয় যা চলে রাত পর্যন্ত। 

সংগঠনটির সাধারণ সম্পাদক অমরেশ মুখার্জীর পরিচালনায় সভাপতি শ্যামল বিশ্বাস উপস্থিত কবি,প্রাবন্ধিক, সংস্কৃতিকজন ও সদস্যদের নিয়ে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
পরে শিক্ষা ও সমাজসুনীতি ভাবনায় রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতার উপর উপস্থিত বক্তারা আলোচনা করেন। তারা হলেন, কবি ও প্রাবন্ধিক সাজাহান সাকিদার, সংস্কৃতজন ফিজু চৌধুরী, আব্দুস সোবাহান মিন্নু, জিয়াউল হক বাবলা ও নাট্যজন খলিল চৌধুরী। 
এছাড়াও অনুষ্ঠানে পর্যায়ক্রমে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শ্যামল বিশ্বাস,আরিফুর রহমান আরিফ,স্মৃতি, পুস্পা সরকার, রুপা, পিংকী,ঋতি,মৃত্তিকা, বর্ণ ও অর্ক।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন 

উপরে