প্রকাশিত : ১০ মে, ২০২২ ০০:২৫

বগুড়ায় শাস্তি নাটক মঞ্চায়ন

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় শাস্তি নাটক মঞ্চায়ন

২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানিয়ে ফাল্গুনী থিয়েটার (বগুড়া) পরিবেশনায়  রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটক ”শাস্তি” এর অংশ বিশেষ অনুষ্ঠিত হয়। রাত্রী ৯.৩০ মি. বৈশাখী মেলা ওস্তাদ আলাউদ্দিন মঞ্চে পৌর পার্কে। উক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটক ‘‘শাস্তি” এর নাটকটির নির্দেশনা দেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান।

অভিনয়ে অংশগ্রহন করেন মোঃ রুবেল মিয়া, প্রভা, বাবু, এস এম টুটুল।

নাটক পরিবেশন শেষে নাটকটির বিষয়ে আলোচনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না। উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সহ-সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, এবিএম জিয়াউল হক বাবলা, নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, কলেজ থিয়েটার ও বগুড়া থিয়েটারের সদস্যবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন সংগঠনের সহ-সভাপতি, এমএ ওয়ারেছ মিয়া, নাজনিন বেগম পলি, রাজীব ইসলাম, আব্দুল মোমিন, মিল্ল্যাত, আল-আমিন সহ অনেকে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন 

উপরে