প্রকাশিত : ১১ মে, ২০২২ ২২:৫৫

হলুদ সাংবাদিকতায় অতিষ্ট শিবগঞ্জ এলাকাবাসী

সোহেল আক্তার মিঠু
হলুদ সাংবাদিকতায় অতিষ্ট শিবগঞ্জ এলাকাবাসী

বগুড়ার শিবগঞ্জ উপজেলা যেন হলুদ সাংবাদিকদের দখলে। উপজেলার বিভিন্ন বন্দরে বন্দরে অনলাইন প্রেসক্লাব সহ প্রায় ডজন খানেক প্রেস ক্লাব রয়েছে। সেসব প্রেস ক্লাবের সদস্য সংখ্যা প্রায় শতাধিক।এই হলুদ সাংবাদিকরা দাপিয়ে বেড়াচ্ছে সমগ্র উপজেলা। থানার অভিযোগ, সরকারী ত্রান বিতরণ, বাল্য বিবাহ, প্রনয় সংক্রান্ত সাক্ষাতের ভিডিও সংরক্ষন ও তথ্য নিয়ে ব্লাক-মেইল, রাজনৈতিক সমাবেশে  সংবাদ সংগ্রহ করে সম্মানী দাবি, অসহায় মানুষদের সমস্যামূলক দাবি আদায়ের লক্ষ্যে মানব বন্ধন, বিপদগ্রস্থ মানুষদের সংবাদ সম্মেলন যেন তাদের কাছে আশির্বাদ। সরকারি খাদ্য-বান্ধব কর্মসূচী ভিজিএফ,ভিজিডি বিতরণ কার্যক্রম পরিদর্শনের নামে দাবি করা হয় সম্মানী। ভুক্তভোগী ডিলারদের মধ্যে হারুনুর রশীদ জানান আমাদের কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। বিভিন্ন ভাবে তারা আমাদের হয়রানি করছে।  একজন ডিলারের ২০ থেকে ২২ জন গনমাধ্যম কর্মী পরিচয় দিয়ে টাকা দাবি করে থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জনপ্রতিনিধি জানান, গত ০৯ই মে মহাস্থান হযরত শাহ জালাল বলখী (রহঃ) মাজার শরীফ এর বার্ষিক ওরস মোবারক উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সংবাদ সংগ্রহ করতে ২৯ জন গনমাধ্যম কর্মী এসেছিল। তারা ভিডিও চিত্র ধারন ও মোবাইল এবং ক্যামেরার মাধ্যমে ছবি সংগ্রহ করে অফিস থেকে তথ্য নেওয়ার পর ৩ ঘন্টা অপেক্ষা করে আগত সাংবাদিকদের নামের তালিকা উপস্থাপন করেন। সেই তালিকায় ক্যামেরা পারসন সহ ২৯ জনের নাম সংশ্লিষ্ট মাজার কমিটির প্রশাসনিক কর্মকর্তার নিকট প্রদর্শন করেন। নামের তালিকা পেয়ে বিব্রতকর অবস্থায় পড়েন সেই কর্মকর্তা। তিনি বলেন, আপনাদের কিভাবে যে সম্মান করবো বুঝে উঠতে পারছিনা, ২ হাজার টাকা দিলাম চা-মিষ্টি খাবেন। সাংবাদিকরা বলেন, আমরা প্রায় ৩০জন, আর ১ হাজার টাকা দিন ভাগ-বাটোয়ারা করে নিব। একই দিনে স্থানীয় এলাকাবাসীদের আয়োজনে প্রি-পেইড বিদ্যুৎ সংযোগের মিটার পরিবর্তনের দাবিতে মানব বন্ধন কর্মসূচী পালন করেন। জনহিতকর এই মানব বন্ধনের সংবাদ সংগ্রহের জন্য ২৬ জন সংবাদ কর্মী, তাদের মধ্যে রয়েছে অনলাইন সংবাদপত্র, ইউটিউব, ফেসবুক, গনমাধ্যম সংবাদ কর্মী। তারা সেখান থেকে জন প্রতি ১শত টাকা করে মোট ২৬শত টাকা এক জনপ্রতিনিধির কাছ থেকে নানাবিধ যুক্তি উপস্থাপন করে বুঝে নেন। শিবগঞ্জ এলাকাবাসী এইসব হলুদ সাংবাদিকদের পদচারনায় অতিষ্ট হয়ে উঠেছে। এলাকার সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহন পূর্বক এই অপ-সাবংবাদিকতার হাত থেকে রক্ষা পেতে চায়। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন 

 

উপরে