বগুড়া সদরের রজাকপুরে জমি জবর দখল করে বাড়ি নির্মাণ অতঃপর থানায় অভিযোগ
বগুড়া সদরের নুনগোলা ইউপির রজাকপুরে জমি জবর দখল করে বাড়ি নির্মাণ থানায় অভিযোগ। অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, সদরের নুনগোলা ইউপির রজাকপুর পুর্বপাড়া গ্রামে আকবর আলীর পুত্র আলী আজম ও রবিউল ইসলাম তাদের পৈত্রিক জমির উপর একটি বিল্ডিং বাড়ি নির্মাণ করেন। পরে রবিউলের চাচা জিল্লুর রহমান রবিউলের বাড়ির বিল্ডিং এর ওয়াল ঘেঁষে তার বাড়ির ওয়াল উঠাতে থাকে। এ ঘটনায় রবিউল বাধা দেয় ও নুনগোলা ইউপি চেয়ারম্যান বদরুল আলমকে বিষয়টি অবহিত করেন। চেয়ারম্যান উভয়ের মাঝে আপোষ মিমাংসা করে রবিউলের বাড়ির ওয়াল থেকে দেড়ফুট দুরত্বে জিল্লুরকে তার বাড়ির ওয়াল দিতে বলে। কিন্তু সে কারো কোন কথার তোয়াক্কা না করে রবিউলের জমি জবর দখল করে ওয়াল তুলতে থাকে ও রবিউল সহ তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। স্থানীয় জনপ্রতিনিধির আপোষ মিমাংশা প্রতিপক্ষ না মানলে রবিউল বাদি হয়ে প্রতিবেশি আবু বক্কর সিদ্দিক, জিল্লর রহমান, গোলাম মোস্তফা ও শরিফুল ইসলাম, সাজেদুল ইসলাম, আতিকুর রহমানকে আসামী করা করে বগুড়া সদর থানায় গত ১০ মে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বগুড়া সদর থানার এসআই তয়ন ১৫ মে ঘটনার স্থল তদন্ত করেছেন।
এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে, যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে সচেতন মহল।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
