প্রকাশিত : ১৫ মে, ২০২২ ২২:১৫

বগুড়ায় মাটিতে পুঁতে রাখা ৯ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক
বগুড়ায় মাটিতে পুঁতে রাখা ৯
কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

বগুড়ায় রোববার দুপুরে ধনুট উপজেলার চরখুকশিয়া গ্রামে মাটির নিচে পুঁতে রাখা ৯ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি)।  

গ্রেফতার দুইজন হলেন, ওই গ্রামেরই জগত জামালের ছেলে আব্দুল জলিল (২২) ও মৃত কোরবান আলীর ছেলে আবু বক্কর(৪০)। 
ডিবি পুলিশ তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধনুটের চরখুকশিয়া গ্রামে অভিযান চালানো হয়। সেখানে স্থানীয় একটি সড়কে গ্রেফতার জলিল ও বক্কের কাছে থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় একটি মুরগির ঘরের ভেতর থেকে মাটির নীচে পুঁতে রাখা অবস্থায় প্লাস্টিকের ড্রাম থেকে আরও ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 
বগুড়া জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ (ইন্সপেক্টর) সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতার ২ জনই পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে এর আগেও মাদক মামলা আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তিনি বলেন, জেলা পুলিশ সুপার সুদীপ চক্রবর্ত্তীর নেতৃত্বে জেলায় মাদকবিরোধী এই অভিযান কঠোরভাবে চলমান থাকবে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন 

উপরে