প্রকাশিত : ১৫ মে, ২০২২ ২২:২০

বগুড়ায় ইয়াবা বিক্রির সময় হাতেনাতে যুবক গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় ইয়াবা বিক্রির সময়
হাতেনাতে যুবক গ্রেফতার

বগুড়া শহরের কাঁঠালতলায় ইয়াবা বিক্রির সময় সদর থানা পুলিশের অভিযানে রবিবার বিকেলে হাতেনাতে এক যুবক গ্রেফতার হয়েছে। এসময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ১ হাজার পিস ইয়াবা। 

গ্রেফতারকৃত যুবক হলেন আসিকুর রহমান যিনি পুরান বগুড়ার আনোয়ার হোসেনের ছেলে। পুলিশের দাবি, গ্রেফতারকৃত আসিকুরের বাবা-মা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি সেলিম রেজার দিক-নির্দেশনায় এসআই মাসুদ রানার নেতৃত্বে শহরের কাঁঠালতলায় অভিযান চালানো হয়। অভিযানে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে এই বিপুল পরিমাণ ইয়াবাসহ আসিকুরকে গ্রেফতার করা হয়। 
এ প্রসঙ্গে বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, গ্রেফতারকৃত আসিকুরের মা-বাবা দুজনেই মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে। গ্রেফতারকৃত আসিকুরের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হবে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন 

উপরে