প্রকাশিত : ২১ মে, ২০২২ ২২:১৮

দুপচাঁচিয়ায় পরিবার পরিকল্পনা বিভাগের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় পরিবার পরিকল্পনা বিভাগের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পরিকল্পিত পরিবার গঠন, বাল্য বিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি,  নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধিমূলক একদিনের প্রৃশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর আইইএম ইউনিট এর আয়োজনে ও দুপচাঁচিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে বাস্তবায়নে গতকাল শনিবার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা বগুড়া পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক শাহানাজ পারভীন এর সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেন এর পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব(প্রশাসন অনুবিভাগ) মোঃ শাহ্ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধিদপ্তরের লাইন ডাইরেক্টর(আইইসি) ও পরিচালক আইইএম আমির হোসেন, রাজশাহী পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর আইইএম আছমা হাসান, দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী। একদিনের এ প্রশিক্ষন কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, অধ্যক্ষ, ইমাম, সাংবাদিক, উপকারভোগী নারী ও শিক্ষার্থী সহ ৩৫জন প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন 

 

উপরে