প্রকাশিত : ২১ মে, ২০২২ ২৩:০১

আক্কেলপুরে ঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন হুইপ স্বপন

আক্কেলপুর প্রতিনিধি:
আক্কেলপুরে ঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন হুইপ স্বপন

 জয়পুরহাটের আক্কেলপুরে গভীর রাতে ঝড়ের তান্ডবে ঘড়বাড়ি, গাছ-পালা, ফসল সহ ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। বিঘ্নিত হয় মানুষের জীবন ব্যবস্থা। শুক্রবার রাত অনুমানিক সাড়ে তিনটার সময় উপজেলার উপর দিয়ে বয়ে যায় ঘূর্নিঝড়, সাথে ভারী বৃষ্টিপাত। এত বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ ব্যবস্থা। ট্রেন ও বাস চলাচল বিলম্বিত হয়। ঘূর্নিঝড়ের তান্ডবে মানুষের ঘরের চালা, গাছপালা, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান, বৈদ্যুতিক পোল, বাউন্ডারি প্রাচীর সহ ফসলের ব্যপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। ক্ষয়ক্ষতি নিরূপনে উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস,আক্কেলপুর থানা ও বিদ্যুৎ বিভাগ যৌথভাবে কাজ করে যাচ্ছে। আক্কেলপুর উপজেলা কৃষি অফিসের তথ্যমতে ঘূর্ণিঝড়ের সাথে হওয়া বৃষ্টিপাতের গড় পরিমাণ ২৫ মিলিমি।আক্কেলপুর পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, ঘূর্ণিঝড়ের কারণে ১৬-১৭ টি বৈদ্যুতিক পোল ভেঙ্গেছে,৩’শ থেকে সাড়ে ৩’শ তার ছিড়ে গেছে। শনিবার দুপর পর্যন্ত প্রায় ৪৬ হাজার গ্রাহকের মধ্যে প্রায় ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তবে শনিবার রাত ৮টা থেকে ৯ টার মধ্যে সকল গ্রাহকদের নিকট বিদ্যুৎ পৌছে দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছেন।  ক্ষতিগ্রস্থদের বাড়ী- ঘর পরিদর্শনে হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি পৌরসভার বিভিন্ন এলাকায় যান। পরিদর্শন কালে ক্ষতি গৃস্থদের পাশে আছেন, এবং সরকারি সাহায্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন 

উপরে