প্রধানমন্ত্রীর নামে অশালীন বক্তব্যের প্রতিবাদে শাজাহানপুরে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অশালীন বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে বগুড়ার শাজাহানপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক প্রদক্ষিন শেষে মাঝিড়া বটতলায় প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) প্রভাষক সোহরাব হোসেন ছান্নু ও সাধারন সম্পাদক তালেবুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আছাদুর রহমান দুলু।সমাবেশে অন্যান্যের মধ্যে অংশ নেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আলমগীর হোসেন স্বপন, আব্দুল খালেক মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজার রহমান বাবলু, সাইফুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ফরিদুল ইসলাম মুক্তা, ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মোল্যা, হোসেন শরিফ মনির, সেলিমুজ্জামান, আসাদুজ্জামান লিটন, যুবলীগ সভাপতি ভিপি এম সুলতান আহমেদ, সহ-সভাপতি আলী ইমাম ইনোকী, নজরুল ইসলাম, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) বাদশা আলমগীর, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জিয়াউল হক জুয়েল, সাধারন সম্পাদক নুরুজ্জামান, শ্রমিকলীগ সভাপতি রুবেল সরকার, সাধারন সম্পাদক নুরুন্নবী তারেক, কৃষকলীগ সভাপতি আবুল কালাম আজাদ ঠান্ডা, লাভলী আক্তার, মৌসুমী, ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু, সাধারন সম্পাদক মিন্টু মিয়া, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
