প্রকাশিত : ৩১ মে, ২০২২ ২৩:২০
বগুড়ায় র্যাবের অভিযানে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার
বগুড়ার শাহাজাহানপুরে ১ হাজার ৩৩০ পিস ইয়াবাসহ দুই যুবক কে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার সকাল সোয়া ৬ টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের বেতগাড়ী ২য় বাইপাস থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুইজন হলেন, ২৮ বছর বয়সী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের হাফিজার রহমানের ছেলে আবু রায়হান মিয়া ও ৩৩ বছর বয়সী কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হাবিবছড়ির মৃত নূর উদ্দিনের ছেলে মো: সাঈদ।
র্যাব- ১২ বগুড়া পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিজ্ঞিতে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাস থেকে তাদের গ্রেফতার করা হয়। দুইজনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
