প্রকাশিত : ৩ জুন, ২০২২ ১৯:৪৩

জুয়ার মামলায় আ. লীগের সাবেক নেতা সহ আটক ৮

শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ
জুয়ার মামলায় আ. লীগের সাবেক নেতা সহ আটক ৮

বগুড়ার শেরপুরে খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সা: সম্পাদক ও সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান সহ আট জনকে জুয়ার আসর থেকে আটক করেছে শেরপুর থানা-পুলিশ। বৃহস্পতিবার (২জুন) রাত একটায় আটক করা হয় তাদের। উপজেলার খানপুর ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে খলিলুর রহমানের নিজ বাড়িতেই এই আসর চলাকালীন সময় পুলিশের অভিযানে আটক হয় তারা।
আটককৃত অন্যান্যরা হলেন, চৌবাড়িয়া গ্রামের মো: সিরাজ (৫৫), জিয়াউর রহমান (৩৮), মহির উদ্দিন (৫০), আনোয়ার হোসেন (৪০), বাদশা শেখ (৪৫), নূর ইসলাম (৫০), শরীফ আহম্মেদ (৩০)। অভিযানে আসর থেকে জুয়ার সরঞ্জাম সহ দুই হাজার আশি টাকা জব্দ করা হয়েয়ে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আটক করা হয়েছে তাদের। আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত জুয়া আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন 

 

উপরে