প্রকাশিত : ৪ জুন, ২০২২ ১০:১৪

ডিভাইস ও মোবাইল নিয়ে প্রাথমিক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, বগুড়ায় আটক ২

ষ্টাফ রিপোর্টার
ডিভাইস ও মোবাইল নিয়ে প্রাথমিক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, বগুড়ায় আটক ২

বগুড়ায়  প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির দায়ে দুই  পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। শুক্রবার পরীক্ষা চলাকালীন সময়ে শহরের দুইটি পৃথক পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। 

তারা হলেন- বগুড়া সদর উপজেলার গোকুল মধ্যপাড়া গ্রামের নুরুল ইসলামের মেয়ে ২৮ বছর বয়সী নিশা আক্তার ও ধুনটের বিলচাপড়ী গ্রামের মোজাম্মেলের ছেলে ৩০ বছর বয়সী রুমেল  মিয়া। বর্তমানে তারা সদর থানা পুলিশের হেফাজতে আছেন।
সদর থানা পুলিশ সূত্র জানায়, বগুড়া করোনেশন ইন্সটিটিউশন স্কুলের ৩০২ নম্বর কক্ষ থেকে ইলেক্ট্রনিক ডিভাইসসহ নিশা আক্তারকে আটক করা হয়। কেন্দ্রে থাকা একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। অপরদিকে বগুড়া জিলা স্কুল কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে মুঠোফোনসহ দায়িত্বরত শিক্ষক রুমলকে হাতেনাতে আটক করে। পরে তাকেও হেফাজতে নেয় সদর থানা পুলিশ।
বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, জালিয়াতির অভিযোগে এক নারীসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হবে। পাশাপাশি চক্রগুলোর সাথে জড়িতদের গ্রেফতারেও কাজ করবে পুলিশ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন 

উপরে