মোহাম্মদ নাসিম এর মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা প্রয়াত মোহাম্মদ নাসিম এর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে কাজিপুরের সোনামুখীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
শনিবার (৪ই জুন) বেলা ১টায় সোনামুখী উচ্চ বিদ্যালয় মাঠে সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিরাজগঞ্জ -১ কাজিপুর আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় এম পি।
সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাষ্টার এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাষ্টার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পলাশ বাবু রনি, ছাত্রলীগের সভাপতি আসাদুল ইসলাম সহ প্রমূখ।
আলোচনা শেষে সোনামুখী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মেহেনেত ট্রেডিং এর চেয়ারম্যান রানা আহম্মেদের উদ্যোগে ২০টি মসজিদে কোরআন শরীফ ও মসজিদের ইমামদের মাঝে জায়নামাজ বিতরণ করা হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন