প্রকাশিত : ৪ জুন, ২০২২ ২৩:০৭

শেরপুরে যুবলীগের বিক্ষোভ

শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ
শেরপুরে যুবলীগের বিক্ষোভ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে শনিবার (৪জুন) বেলা ১২টায় বগুড়ার শেরপুর উপজেলা যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শেরপুর উপজেলা যুবলীগের সভাপতি মো: তারিকুল ইসলাম তারেকের সভাপতিত্বে ও সা: সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টোর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে শেরপুর পৌর যুবলীগের সভাপতি মো: ফেরদৌস সরকার মকুল ও সা: সম্পাদক আরিফ সরকার সহ পৌর যুবলীগের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। এছাড়াও শেরপুর শহরের বিভিন্ন ওয়ার্ড যুবলীগ ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি, সা: সম্পাদক সহ নেতৃবৃন্দ অংশ গ্রহন করে প্রতিবাদ জানান।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন 

 

উপরে