প্রকাশিত : ৪ জুন, ২০২২ ২৩:১১

বগুড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় ডিবির অভিযানে 
গাঁজাসহ গ্রেফতার ১

বগুড়ায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে শুক্রবার বিকেল ৪টায় ছিলিমপুর এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে থেকে ৮ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা করেছে। 

গ্রেফতার যুবক ২৪ বছর বয়সী মোস্তাফিজুর রহমান ওরফে রাসেল। তিনি নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার দক্ষিণ চকযাদু গ্রামের মোজাফফর রহমানের ছেলে।
শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে ডিবি পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ডিবি পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতার রাসেল মাদকের বড় চালান নিয়ে বগুড়ায় এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাসেলের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন 

উপরে