প্রকাশিত : ৬ জুন, ২০২২ ২৩:২৭

গিনেজ বুকে নাম লেখানো বগুড়ার বনি হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি

ষ্টাফ রিপোর্টার
গিনেজ বুকে নাম লেখানো বগুড়ার বনি
হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি

বগুড়ায় পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিউটার টেকনোলজির মেধাবী শিক্ষার্থী গিনেজ বুকে নিজের নাম লেখানো আল জামিউল বনি হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে শিক্ষার্থী প্রতিনিধি পরিষদের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন শিক্ষার্থী প্রতিনিধি পরিষদের সমন্বয়কারী শাহরিয়ার ইসলাম, মেহেদী হাসান, সাদিয়া খাতুন, শামীম হোসেন, ফজলে রাব্বী ও তারেক। এসময় বক্তারা দ্রুত বনি হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সকল সাধারণ শিক্ষার্থী ও জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবী জানান।
এ মানববন্ধনে প্রতিষ্ঠানের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার শহরের কলোনীতে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে বগুড়া সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিটার টেকনোলজির ৫ম পর্বের শিক্ষার্থী বনি নিহত হয়। বনি শহরের মালতিনগর এলাকার আনিছুর রহমানের ছেলে।  এ ঘটনায় শুক্রবার রাতে বনির বাবা বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ্যসহ ৭ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন 

উপরে