প্রকাশিত : ৭ জুন, ২০২২ ২২:৩৮

দুপচাঁচিয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ বিষয়ে দিনব্যাপী কর্মশালা

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ বিষয়ে দিনব্যাপী কর্মশালা

২০৪১সালে উন্নত বাংলাদেশে উত্তরণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ(সবার জন্য বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচী) সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা প্রশাসন মোঃ জিয়াউল হক তাঁর কার্যালয় থেকে প্রধান অতিথি হিসাবে ভাচ্যুয়ালি এ কর্মাশালায় ১০টি বিষয়ের উপর আলোকপাত করেন এবং প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের নিকট থেকে বিভিন্ন প্রশ্ন নিয়ে তা উত্তর দেন এবং প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন। এ কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী, সহকারী কমিশনার(ভূমি) রূপম দাস, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, অধ্যক্ষ, শিক্ষক, সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষার্থী, উদ্যেক্তা, এনজিও প্রতিনিধি, বিদ্যুৎ বিভাগ, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, ইমাম, পুরোহিত প্রমুখ। এ কর্মশালায় ৫০জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।  

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন 

 

উপরে