প্রকাশিত : ৭ জুন, ২০২২ ২২:৪১

গাবতলী মহিলা কলেজের অধ্যক্ষের বেতন বন্ধের জন্য সোনালী ব্যাংকে অভিযোগ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
গাবতলী মহিলা কলেজের অধ্যক্ষের বেতন 
 বন্ধের জন্য সোনালী ব্যাংকে অভিযোগ

বগুড়ার গাবতলীতে প্রতারণার মাধ্যমে সরকারী অর্থ আত্মসাতকারী গাবতলী মহিলা কলেজের অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকীর বেতন বন্ধের জন্য সোনালী ব্যাংক গাবতলী শাখায় অভিযোগ দাখিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৭জুন) অভিযোগটি দাখিল করেন গাবতলী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু। অভিযোগে উল্লেখ রয়েছে, সোনালী ব্যাংক, গাবতলী শাখা হতে ভাতা গ্রহণকারী প্রতিষ্ঠান গাবতলী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী বিধি বহির্ভূতভাবে গোপেনে গত বছরের ৩০মে/২০২১ইং তারিখে অধ্যক্ষ পদে নিয়োগপ্রাপ্ত হয় এবং গত বছরের ১লা জুন তারিখে সহকারী অধ্যাপক পদ হতে অত্র কলেজের সভাপতি সাইফুল ইসলামের নিকট পদত্যাগ করে তারই নিকট ১লা জুন ২০২১ইং তারিখে আবার অধ্যক্ষ পদে যোগদান করে। তাহার ইনডেক্স নং-আর-৩০০৬১৮৫। সে ১লা জুন ২০২১ইং তারিখে অধ্যক্ষ পদে যোগদান করার পরও জুন-২০২১ হতে চলতি বছরের এপ্রিল-২০২২ পর্যন্ত সোনালী ব্যাংক গাবতলী শাখা হতে ০৬১৩০০২০৯৯০৯৪ হিসাবের মাধ্যমে বিধি বহির্ভূতভাবে পদত্যাগকৃত সহকারী অধ্যাপক পদের বেতন গ্রহণ করে আসছে। উল্লেখ্য যে, কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত। তাই অধ্যক্ষ পদে নিয়োগ নেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি নেওয়া আবশ্যক। কিন্তু নূরে আলম সিদ্দিকীর নিয়োগের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি নেওয়া হয়নি। আরও উল্লেখ্য রয়েছে যে, ডিগ্রি কলেজের অধ্যক্ষ হতে হলে প্রার্থীকে অবশ্যই ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ অথবা উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ হতে হবে। কিন্তু নূরে আলম সিদ্দিকীর সেই শিক্ষাগত অভিজ্ঞতা নেই। তিনি একজন সহকারী অধ্যাপক মাত্র। প্রতারণার মাধ্যমে সরকারী অর্থ আত্মসাতকারী নূরে আলম সিদ্দিকীর বেতন বন্ধ এবং তার সহযোগীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। অভিযোগের সঙ্গে সংযুক্তি দিয়েছেন হাইকোর্টে চলমান মামলার নথি, ডিগ্রি অধিভূক্তি পত্র, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত গভর্ণিং বডির চিঠি, ২৮-মার্চ/২০২১এর শিক্ষা মন্ত্রণালয়ের অধ্যক্ষ পদে নিয়োগের যোগ্যতা সংক্রান্ত নীতিমালা, এপ্রিল-২০২২ এর এমপিও সীট ও বেতন বিবরণী, মে-২২ এর এমপিও সীট এবং ২০২১ সালের এমপিও নীতিমালার ১১.১৭ নং অনুচ্ছেদের কপি। 
এ ব্যাপারে গাবতলী মহিলা কলেজের অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকীর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগের কোন বিষয়ই সত্য নয়। নিয়ম অনুযায়ী সকল প্রক্রিয়া মেনে কাজ করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন 

 

উপরে