দুপচাঁচিয়া বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

দুপচাঁচিয়া বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ২০২২সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৪জুন মঙ্গলবার বিকেলে এসএসসি বিদায়ী পরীক্ষার্থীদের আয়োজনে স্কুল এন্ড কলেজ চত্বরে এক আলোচনা সভা অধ্যক্ষ রঞ্জন কুমার পালের সভাপতিত্বে ও পরিচালনা পর্ষদের সদস্য আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ শাহ, স্কুল এন্ড কলেজের দাতা সদস্য দিজেন্দ্রনাথ বসাক মন্টু, শিক্ষক কুমার বিশ্বজিৎ, শিক্ষার্থী প্রীতিমনি সরকার প্রমুখ। পরে বিদায়ী শিক্ষার্থীদের মডেল টেস্ট এর ফলাফল প্রদান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আহমাদ আলী।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন