প্রকাশিত : ১৬ জুন, ২০২২ ২৩:৫১

বগুড়ায় চার কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় চার কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

বগুড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে চার কেজি শুকনা গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা।

বৃহস্পতিবার ভোরে জেলা শহরের সিলিমপুরস্থ ঢাকা-বগুড়া মহাসড়কের উপর থেকে ঠাকুরগাঁও জেলা সদরের সিঙ্গিয়া এলাকার আব্দুল আলীর পুত্র মোঃ রায়হানকে আটক করে। এসময় তার হেফাজতে থাকা চারকেজি গাঁজা উদ্ধার হয়। যার বাজারে আনুমানিক মুল্য দুই লাখ টাকা। 
৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সহকারী পুলিশ সুপার মাহাবুব-উল আলম জানান, গ্রেফতার ব্যক্তি দির্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। গ্রেফতারের পর তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন 

উপরে