প্রকাশিত : ২৩ জুন, ২০২২ ২৩:০৯

দুপচাঁচিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

২০২১-২২ অর্থ বছরে খরিফ-২, ২০২২-২৩ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও উফশী রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুপচাঁচিয়ার আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসাবে এ বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার(ভূমি) রূপম দাস এর সভাপতিত্বে বীজ ও সার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুল আলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সালমা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামনাশিস সরকার, সদর ইউপি সদস্য সোহেল মাহমুদ সূজা, উপজেলা কৃষকলীগের সভাপতি নূর ইসলাম টগর সহ কৃষি অফিসের কর্মকর্তা/কর্মচারীগণ। উপজেলার ৭০জন পেঁয়াজ চাষীর মাঝে  ১কেজি বীজ, ২০কেজি ডিএপি, ২০কেজি পটাশ, পলিথিন, বালাই নাশক ও আন্ত পরিচর্যা বাবদ চেক বিতরণ করা হয়। অপরদিকে উপজেলার ৪’শ ৭০জন আমন চাষীর মাঝে ৫কেজি বীজ, ১০কেজি ডিএপি ও ১০কেজি পটাশ বিতরণ করা হয়। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন 

 

উপরে