প্রকাশিত : ২৩ জুন, ২০২২ ২৩:২২

সম্প্রীতির বন্ধনে কঠোর নিরাপত্তা বলয়ে বগুড়ায় রথযাত্রা উৎসব উদযাপিত হবে- বগুড়া পুলিশ সুপার

ষ্টাফ রিপোর্টার
সম্প্রীতির বন্ধনে কঠোর নিরাপত্তা বলয়ে বগুড়ায়
রথযাত্রা উৎসব উদযাপিত হবে- বগুড়া পুলিশ সুপার

বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম বলেছেন, সম্প্রীতির বন্ধনে বগুড়ায় বরাবরের মতোই সকলের ঐক্যবদ্ধ অংশগ্রহণে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব আসন্ন জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হবে। যেখানে বগুড়া জেলা পুলিশের পক্ষে কঠোর নিরাপত্তা বলয় থাকবে। তিনি বলেন, যেহেতু রথযাত্রা উৎসবে হাজারো মানুষের সমাগম ঘটে তাই এই ভীড়কে সুশৃঙ্খল রাখতে পুলিশের পাশাপাশি তিনি পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দদের পর্যাপ্ত সেচ্ছাসেবীর ব্যবস্থা করার কথা বলেন।

আগামী পহেলা জুলাই শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা কে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে বগুড়া পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। সভায় পুলিশ সুপার আরো বলেন, পহেলা জুলাই রথযাত্রা কে ঘিরে জেলা পুলিশের পক্ষে বগুড়া সদরসহ সকল উপজেলায় কঠোর নিরাপত্তা বলয় থাকবে। বগুড়ায় এই আয়োজন কে ঘিরে পোষাকে ও সাদা পোষাকে কয়েক স্তরের নিরাপত্তার পরিকল্পনা নেয়া হয়েছে। শুধু তাই নয় সুষ্ঠুভাবে সবকিছু সম্পন্ন করতে শুরু থেকে শেষ পর্যন্ত জোরদার করা হবে গোয়েন্দা নজরদারি। সভায় রথযাত্রা উৎসবের সাথে সংশ্লিষ্টদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য দিলীপ কুমার দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি সাগর কুমার রায় ও সাধারণ সম্পাদক নির্মল রায়, সংগঠনের বগুড়া পৌর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, পুলিশ লাইন্স শিব মন্দির কমিটির সভাপতি আনন্দ মোহন পাল, ইসকন বগুড়ার অধ্যক্ষ খরাজিতা কৃষ্ণ দাস, পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা কমিটির সহ-প্রচার সম্পাদক ও পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জু রায় এবং সংগঠনের জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক গৌতম দত্ত। সভায় সর্বসম্মতিক্রমে ইসকন মন্দির থেকে বের হওয়া রথযাত্রা সাতমাথা হয়ে দত্তবাড়ি পার হয়ে কালিতলা স্ট্যান্ড পর্যন্ত যাবে এবং সেখান থেকে ঘুরে পুনরায় দত্তবাড়ি, থানামোড়, সাতমাথা হয়ে পুলিশ লাইন্স শিব মন্দির গিয়ে শেষ হবে। এছাড়াও শহরের ঐতিহ্যবাহী উত্তর চেলোপাড়া নব-বৃন্দাবন হরিবাসর প্রাঙ্গণ থেকে বের হওয়া রথযাত্রা প্রতিবারের মতো সুষ্ঠুভাবে দত্তবাড়ি দেবসেবা ট্রাস্টি মন্দিরে গিয়ে শেষ হবে। যাওয়ার পথে সেখানেও ট্রাফিক নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ থাকবে মর্মে সিদ্ধান্ত হয়। এছাড়াও রথযাত্রায় কোন আগন্তুক বা সন্দেহভাজন ব্যক্তিবর্গকে চোখে পড়লে তা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার কথা বলা হয় সভায়। সভায় জেলা পুলিশের পক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যায়ক্রমে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সপার যথাক্রমে মোতাহার হোসেন (ডিএসবি), শরাফত ইসলাম (সদর সার্কেল) এবং হেলেনা আকতার (সদর), বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, ট্রাফিক ইন্সপেক্টর শফিউল ইসলাম, জেলা বিশেষ শাখার ইন্সপেক্টর মোসলেম উদ্দীন, কৈগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সৈকত হাসান, স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ হরিদাস মন্ডল এবং বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারিকুল ইসলাম।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন 

উপরে