প্রকাশিত : ২৮ জুন, ২০২২ ২১:৩৩
দুপচাঁচিয়ার তালোড়া পৌরসভার উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার উদ্যোগে খাড়িয়া নিশিন্দারা মহল্লার পালপাড়ায় রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নিশিন্দারা পাকা রাস্তার মাথা হতে পালপাড়া প্রদীপের বাড়ি পর্যন্ত রাস্তার এ সিসি ঢালাই কাজের উদ্বোধন করেন তালোড়া পৌরসভার মেয়র আমিরুল ইসলাম বকুল। এসময় পৌরসভার উপসহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম, মহল্লাবাসী মহেন্দ্রনাথ পাল, সোলায়মান আলী প্রামানিক, নীলকান্ত পাল, পৌরসভার কার্যসহকারী অপূর্ব সাহা ও ঠিকাদার মেসার্স চৌধুরী কন্সট্রাকশনের স্বত্বাধিকারী মাহফুজুল হাসান চৌধুরী বিদ্যুৎ উপস্থিত ছিলেন। বার্ষিক উন্নয়ন তহবিল(এডিপি) এর অর্থায়নে ৪লাখ ৬২হাজার ২’শ ৪৭টাকা ব্যয়ে ১’শ ১০মিটার রাস্তার এ সিসি ঢালাই কাজ বাস্তবায়ন হচ্ছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
