প্রকাশিত : ২৯ জুন, ২০২২ ২৩:০৮

বগুড়ার ধুনটে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

ধুনট বগুড়া প্রতিনিধি
বগুড়ার ধুনটে ধর্ষণ মামলায় যাবজ্জীবন 
কারাদন্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে (২৯জুন) গ্রেপ্তারকৃত আসামীকে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।   

গ্রেপ্তারকৃত আসামী দুলু প্রামানিক (৪০) কালেরপাড়া ইউনিয়নের আনারপুর দহপাড়া এলাকার মৃত ছিদ্দিক প্রামানিকের ছেলে।

ধুনট থানার এএসআই আবু তাহের এতথ্য নিশ্চিত করে জানান, ২০০৯ সালে দুলু প্রামাণিকের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের হয়। ওই মামলায় বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানী শেষে দুলু প্রামাণিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন। কিন্তু আদালতের রায় ঘোষণার পর থেকেই সে পলাতক ছিল।

এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন 

উপরে