প্রকাশিত : ৩০ জুন, ২০২২ ২২:২৮

শাজাহানপুরে কোভিড-১৯ প্রতিরোধে ইমাম-খতিবদের সচেতনা সভা

শাজাহানপুর বগুড়া প্রতিনিধি
শাজাহানপুরে কোভিড-১৯ প্রতিরোধে ইমাম-খতিবদের সচেতনা সভা

সারাদেশে কোভিড-১৯ আক্রান্তের হার দ্রুত গতিতে বৃদ্ধিতে বগুড়ার শাজাহানপুরে সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতি ও স্বাস্থ্যবিধি পালনসহ ছয় দফা নির্দেশনা বাস্তবায়নে ইসলামি ফাউন্ডেশনের আলেম-ওলামাদের নিয়ে সচেতনাসভা অনুষ্ঠিত  হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্য বিধি মেনে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠিত সভা হয়।
এ সময় বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন বগুড়া জেলা পক্ষে থেকে উপজেলা ইসলামি ফাউন্ডেশনের ১২৮ জন শিক্ষক ও আলেম-ওলামাদের করোনা সুরক্ষা সামগ্রী (মাস্ক,হ্যান্ড স্যানেটাইজার, সাবান) বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ। 
ইসলামি ফাউন্ডেশনের শিক্ষক ও আলেম-ওলামাদের উদ্দেশ্য কোভিড-১৯ পরিস্থিতিতে সর্বক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য জনসচেতনতা সৃষ্টিতে ইসলামি ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদের ইমাম খতিবদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ আহ্বান করেন।  
জনসমাগম যথাসম্ভব বর্জন এবং কঠোরভাবে স্বাস্থ্যবিধি পালনসহ মন্ত্রিপরিষদ বিভাগ কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ছয় দফা নির্দেশনা গুলো নিয়ে সভায় আলোচনা করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা ইসলামি ফাউন্ডেশনের ফিন্ড সুপারভাইজার হামিদুর রহমান,মডেল কেয়ার টেকার মাও রফিকুল ইসলাম,সাধারন কেয়ার টেকার আব্দুর মান্নান সহ শিক্ষক-শিক্ষিকা ও আলেম-ওলামাগণ ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন 

উপরে