প্রকাশিত : ১ জুলাই, ২০২২ ২৩:৩৯

গোবিন্দগঞ্জে হিন্দু ধর্মাম্বলীদের রথযাত্রা উৎসব উদযাপিত

ষ্টাফ রিপোর্টার
গোবিন্দগঞ্জে হিন্দু ধর্মাম্বলীদের রথযাত্রা উৎসব উদযাপিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হয়েছে রথযাত্রা উৎসব উদযাপন করেছে। রথযাত্রা থেকে দেশের মঙ্গল কামনা করা হয়।
শুক্রবার (১ জুলাই) বিকেলে পুরাতন বন্দর নাট মন্দির থেকে সংকীর্তন সহ রথযাত্রা শুরু হয়। শত শত সনাতন ধর্মাম্বলী নর-নারী, বৃদ্ধা-শিশু, যুবক-যুবতী এই রথ যাত্রায় পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে রথ যাত্রাটি নাট মুন্দিরে এসে শেষ হয়।
রথ যাত্রায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ পৌর মেয়র মুকিতুর রহমান রাফি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম, কাউন্সিলর মোকলেছুর রহমান প্রধান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শৈলেন্দ্র মোহন রায় স্বপন, সাধারণ সম্পাদক আশীষ কুমার দাস রন্টু, থানা সেকেন্ড অফিসার এস আই সঞ্জয় সাহা, অ্যাডভোকেট ভবেশ চন্দ সরকার, নাট মন্দির কমিটির সভাপতি  জীবন কুমার গুন, গোবিন্দ সাহা, সাধারণ সম্পাদক নিতু সরকার প্রমুখ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন 

 

উপরে