প্রকাশিত : ২ জুলাই, ২০২২ ২৩:৩৯

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় শামসুল আলম(৩০) নামের এক ব্যক্তির মৃত্যুর হয়েছে। নিহত শামসুল নওগাঁর জেলার মহাদেবপুর উপজেলার উত্তরগ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে। তিনি পেশায় ট্রাকের হেলপার(সহকারী) ছিলেন। গত ২জুলাই শনিবার ভোরে বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়ার চৌমুহনী বাজারের অদূরে এ দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরা হলেন সেকেন্দার আলী(৪৬) ও আলিফ উদ্দিন(২৬)।
জানা যায়, ঘটনারদিন ভোরে বগুড়া থেকে একটি খালি ট্রাক(ঢাকা মেট্রো-ঢ-১৪-২০১১) নওগাঁর দিকে যাবার পথে চৌমুহনী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকের চালক ও হেলপার সহ ৩জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামসুল আলম মারা যান। 
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন 

 

উপরে