দুপচাঁচিয়ায় হাটখোলা মন্দিরের উন্নয়নের জন্য পৌরসভার আর্থিক অনুদান প্রদান
দুপচাঁচিয়া হাটখোলা কালী, রাস ও শিব মন্দিরের আটচালা নির্মান কাজের জন্য দুপচাঁচিয়া পৌরসভার তহবিল থেকে ৫লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। গত ১২জুলাই মঙ্গলবার রাতে মন্দির প্রাঙ্গনে এ আর্থিক অনুদানের চেক প্রদান করেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুজ্জামান সাগর, মহাশ্মশান কালীবাড়ী মন্দির কমিটির সহসভাপতি এ্যাড. উৎপল কুমার বাগচী, সুশান্ত চন্দ্র মজুমদার, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি রথীন্দ্রনাথ বসাক কালা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, হাটখোলা মন্দির কমিটির প্রধান উপদেষ্টা সাবেক চেয়ারম্যান নয়ন চন্দ্র দাস, উপদেষ্টা কমিটির সদস্য তারাপদ বসাক, সভাপতি রথিকান্ত বসাক,সহসভাপতি জনি সাহা, সাধারণ সম্পাদক নিতেন বসাক জনি, কোষাধ্যক্ষ স্বরূপ কুমার কুণ্ডু, সাংগঠনিক সম্পাদক রিপন দত্ত সহ এলাকাবাসী আখতারুজ্জামান তুহিন, আফছার আলী, সুলতান মাহমুদ আপেল প্রমুখ। এদিন মন্দির প্রাঙ্গনে কীর্তন পরিবেশন ও ভোগ প্রদান করা হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
