তালোড়ায় যুব সমাজের উদ্যোগে খেলা ধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার দুবড়া মহল্লার মধ্যপাড়া যুবসমাজের উদ্যোগে খেলাধুলা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার সন্ধ্যায় পৌর কাউন্সিলর তানভির আহম্মেদ ফেরদৌস এর সভাপতিত্বে ও মিজানুর রহমান বারিক এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও তালোড়া পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী এসএম সাহিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালোড়া পৌর জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কুতুবুল আলম, মহল্লাবাসী সিরাজুল ইসলাম, রশিদুল ইসলাম, শফিকুল ইসলাম, যুবসমাজের রুহুল আমিন, জাহানুর, মেহেদী, জাকির সহ অন্যান্য সদস্যগণ। পরে খেলা ধুলায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। শেষে শিশু-কিশোরদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
