প্রকাশিত : ১৭ জুলাই, ২০২২ ২৩:৩৭

শেরপুরে স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরি

অনলাইন ডেস্ক
শেরপুরে স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরি

বগুড়ার শেরপুরে গভীররাতে একটি জুয়েলারী ওয়ার্কসপ ও স্বর্ণের ডাইস কাটিং সেন্টারে টিনের চালা কেটে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে।
শনিবার (১৬জুলাই) শনিবার দিবাগত গভীর রাতে পৌর শহরের কর্মকার পাড়ার চৌরাস্তার মোড়ে গীতা জুয়েলারি ওয়ার্কসপ ও পুষ্পিতার ডাইস কাটিং সেন্টারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় পৌনে তিন ভরি ওজনের সোনার গহন ও ৬০ ভরি রূপা চুরি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিক জানিয়েছেন।
দোকান মালিক সঞ্জিত কর্মকার জানান, শনিবার রাতে তিনি তার ব্যবসার ঘর বন্ধ করে বাড়ি যান। রোববার (১৭ জুলাই) বেলা দশটায় তার প্রতিষ্ঠানটি খোলার পর দেখতে পান স্বর্ণালংকার রাখার শোকেস ও ড্রয়ার ভেঙে রাখা হয়েছে। কে বা কারা উপরের টিন কেটে ঘরের ভিতরে ঢুকে স্বর্ণালঙ্কার ও রুপার গহনা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় তার পৌনে তিন ভরি স্বর্ণালংকার ও ৬০ ভরি রুপার গহনার বাজার মূল্যে ক্ষতি হয়েছে প্রায় তিনলাখ টাকা।

এনিয়ে শেরপুর কর্মকার পাড়া মহল্লার একাধিক জুয়েলারি ওয়ার্কসপ ব্যবসায়ী মালিকরা বলেন, এভাবে চুরির ঘটনায় স্থানীয় জুয়েলারি ওয়ার্কসপ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

এ প্রসঙ্গে শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাম্মাক হোসেন জানান, এ ঘটনার সাথে কারা জড়িত তা নিয়ে পুলিল অনুসন্ধান শুরু করেছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) সনাতন চন্দ্র সরকার বলেন, এ বিষয়ে রবিবার দুপুরে অভিযোগ পেয়েছি, চুরির সাথে জড়িতদের সনাক্তে অনুসন্ধান ও পুলিশী তৎপরতা চলছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন 

উপরে