কাজিপুরে কপার ক্যাবল চুরি মামলায় গ্রেফতার ৪
সিরাজগঞ্জের কাজিপুরে কপার ক্যাবল মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে কাজিপুর থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ই জুলাই) কাজিপুর থানার বিশেষ অভিযানে কাজিপুর থানা এলাকা থেকে আসামী মোঃ সাইফুল ইসলাম (৪০), পিতা মোঃ আঃ রাজ্জাক মোল্লা, সাং: দিঘলিয়া, থানা: ফরিদপুর, জেলা: পাবনা, ২। মোঃ নুর আলম (২৯), পিতা মোঃ আবুল হোসেন বেপারী, সাং: কবির হাওলাদার কান্দি, থানা: সখিপুর, জেলা: শরিয়তপুর, ৩। মোঃ আব্দুল কাদের (৩৫), পিতা মোঃ খালেক বেপারী, সাং: ভোগকাটি (কোদালপুর), থানা: ঘোসারহাট, জেলা: শরিয়তপুর, ৪। মোঃ আল-আমিন (৩৪), পিতা মোঃ আজিজুল হক, সাং: মালতকান্দি (মমিন আলী মোল্লার বাজার), থানা: সখিপুর, জেলা-শরিয়তপুর গ্রেফতার করা হয়।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পিপিএম শ্যামল কুমার দত্ত জানান, গ্রেফতারকৃত আসামীদের কপার ক্যাবল চুরি মামলায় গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
