প্রকাশিত : ২ আগস্ট, ২০২২ ২২:২৭

হঠাৎ করে ইউরিয়া সার সংকটে নন্দীগ্রাম বাজার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
হঠাৎ করে ইউরিয়া সার সংকটে নন্দীগ্রাম বাজার

বগুড়ার নন্দীগ্রাম  সদর সহ বিভিন্ন স্থানে ইউরিয়া সারের  ব্যাপক সংকট সৃষ্টি হয়েছে। সারা দেশের ন্যায় নন্দীগ্রামেও আমন ধানের আবাদ শুরু হয়েছে,  শ্রাবন  মাসের শুরু থেকে কৃষক আমন ধান  রোপন করেছে, ধান লাগানো কৃষকদের প্রায় শেষের  দিকে, এখন  সকল কৃষক জমিতে সার প্রয়োগ করবে। কিন্তু  সেই সময় হটাৎ করে সরকার ইউরিয়া সার প্রতি বস্তায় ৩শ টাকা বাড়ানোর  ঘোষনা দেওয়ার সাথে সাথে নন্দীগ্রামের বিভিন্ন  এলাকার অসাধু সার ব্যবসায়ী  সরকারী  আদেশকে অমান্য করে গত মঙ্গল বারের আগের কেনা সার  প্রথমে কৃষকদেরকে নানা কথা বলে ১হাজার থেকে ১১শ টাকা প্রর্যন্ত বিক্রয় করছে, বেশির ভাগ সার ব্যবসায়ী সার নেই বলে ঘুড়িয়ে দিচ্ছে। কয়েক জন ভুক্ত ভোগী এই প্রতিনিধিকে  জানান, দোকানে সার থেকেও তারা বিক্রয় করছে না, দোকানদারগন  বলছে দুই তিন দিন পরে সার পাওয়া যাবে, কয়েকজন সার ব্যাবসায়ীর  সাথে কথা বললে তারা জানান, তাদের কাছে কোন ইউরিয়া সার নেই, জনগন প্রশ্ন তুলেছেন সরকার দাম বাড়ানোর ঘোষনা দেওয়ার সাথে  সাথে কি বাজারে তাৎক্ষনিক সারের দাম বেড়ে গেল। সব সময় সার ব্যবসায়ীরা  জটিল সেন্ডিকেট  গড়ে তোলে । সব সারের দাম বাড়িয়ে বিক্রয় করছে দেখার কেউ নেই, কৃষি অফিসের উদাসীনতার কারনে নন্দীগ্রামের সার ব্যবসায়ীরা তাদের ইচ্ছা মত সারের দাম বেশি নিচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের  সাথে কথা বললে তিনি এই প্রতিনিধিকে জানান, সারের দাম বেশি নেওয়া  হলে  ভ্রাম্যমান  আদালতের মাধ্যমে  ব্যাবস্থা গ্রহন করা হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে