প্রকাশিত : ৭ আগস্ট, ২০২২ ১০:৩৫

বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে দৃষ্টিনন্দন 'বঙ্গবন্ধু কর্নার' এর উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার
বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে
দৃষ্টিনন্দন 'বঙ্গবন্ধু কর্নার' এর উদ্বোধন

বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপন করা হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ‘বঙ্গবন্ধু কর্নার’। শনিবার রাত ৮টার দিকে বঙ্গবন্ধু কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর পরিকল্পনা ও বাস্তবায়নে এ কর্নারের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আব্দুল বাতেন বিপিএম পিপিএম।

উদ্বোধনকালে তিনি বলেন, 'ছোট পরিসরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন তুলে ধরা হয়েছে এই কর্নারে। এটি সত্যিই চমৎকার উদ্যোগ। শুধু পুলিশ নয় সর্বস্তরের জনগণ যারা এই কার্যালয়ে সেবা নিতে আসবেন তার সবাই বঙ্গবন্ধু কর্নারের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবে। এই মহতী উদ্যোগের জন্য পুলিশ সুপারসহ তার টিমকে তিনি ধন্যবাদ জানান।'

দৃষ্টিনন্দন এই বঙ্গবন্ধু কর্নারে মূলত ১৯৫২ সালের ভাষা আন্দোনল, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯ সালের আগরতলা ষড়যন্ত্র ও জাতির পিতার বঙ্গবন্ধু উপাধি অর্জন, ১৯৭১ সালে স্বাধীনতা ঘোষণা ও ১৯৭২ সালের তাঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া জাতি পিতার দুর্লব ছবিও স্থান পেয়েছে এই কর্নারে। শুধু তাই নয় বঙ্গবন্ধুর লেখা ৩টি বইসহ এই কর্নারে রাখা হয়েছে মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতা কে নিয়ে লেখা বিভিন্ন বরণ্যে লেখকদের একঝাঁক বই। দেয়ালে দেয়ালে লেখা হয়েছে বঙ্গবন্ধুর বিভিন্ন বক্তব্যের অংশ এবং ইতিবাচক বার্তা। সার্বিক ব্যবস্থাপনায় পুলিশ সুপার কার্যালয়ে সেবা নিতে আসা সকলেই এই কর্নার দিয়ে যাওয়ার সময় অবশ্যই একবার হলেও থমকে যাবে এর সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে। উক্ত কর্নারের মাধ্যমে বগুড়া জেলা পুলিশের ইতিবাচক কাজের ঝুলিতে আরো একটি অর্জন যুক্ত হয়েছে মর্মে মন্তব্য করেন কর্নার দেখতে আসা সকলে।

উদ্বোধনকালে বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা আকতার, শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার তানভীর হাসান, গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী,
সদর থানার ওসি সেলিম রেজা ও ডিবির ইনচার্জ ইন্সপেক্টর সাইহান ওলিউল্লাহ উপস্থিত ছিলেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে