প্রকাশিত : ৮ আগস্ট, ২০২২ ২২:২৩

দুপচাঁচিয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকী পালিত

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকী পালিত

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে গত ৮আগস্ট সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত  বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, অফিসার্স ক্লাব, নেসকো, পল্লী বিদ্যুৎ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন। পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা ও স্মৃতিচারণ সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদীর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মো. মাহমুদুন্নবীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) রূপম দাস, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, আব্দুল মালেক সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজশাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াছমিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃবঃমঃ আবু আব্দুল্লাহ প্রিন্স প্রমুখ। আলোচনা সভার শুরুতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর জীবনীর উপর প্রবন্ধ পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ। পরে এ দিবস উপলক্ষে সমাজসেবা দপ্তরে পক্ষ থেকে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগী সহ মোট ২২জনের মাঝে প্রত্যেককে ৫০হাজার টাকা করে মোট ১১লাখ টাকার চেক প্রদান এবং উপজেলা যুব উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে দুঃস্থ ও প্রশিক্ষিত ৬জন নারীকে ৬টি সেলাই মেশিন প্রদান করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। বাদ যোহর বঙ্গমাতার রুহের মাগফেরাত কামনা করে সকল মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করা হয়।  

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে